হোম অর্থ ও বাণিজ্য ১ হাজার টাকার লাল নোট বাতিলের খবরটি ভুয়া

বাণিজ্য ডেস্ক :

‘এক হাজার টাকার লাল নোট বাতিল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক’- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদটি ভুয়া।

বুধবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ হাজার টাকার লাল নোট আগামী ৩০ মে থেকে অচল হিসেবে গণ্য হবে, এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ১ হাজার মূল্যমানের নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি।

জনসাধারণকে এই গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন