বিনোদন ডেস্ক :
বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। আর তারপর থেকেই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ এবং তার কাণ্ড কারখানা। পিটার পার্কারকে সাহায্য করতে গিয়ে মাল্টিভার্সে গণ্ডগোল বাঁধিয়ে ফেলেছিল ডক্টর স্ট্রেঞ্জ। এবার সেই জট ছাড়ানোর পালা।
শুরুর দিনে ডক্টর স্ট্রেঞ্জের সংগ্রহ ছিল ২৭.৫০ কোটি ডলার। যা হলিউডের যে কোনো চলচ্চিত্রের জন্য চতুর্থ সর্বোচ্চ। ভারতে থিয়েটার যাত্রার দ্বিতীয় দিনে, মাল্টিভার্স অব ম্যাডনেস-এ ডক্টর স্ট্রেঞ্জ বক্স অফিস ইন্ডিয়া অনুযায়ী আরও ২৬ কোটি রুপি আয় করেছে।
এভাবে মাত্র দুদিনেই ৫০ কোটি রুপি ছাড়িয়েছে সিনেমাটি।
এম সি ইউ এর প্রথম সিনেমাকে নেট পাড়ায় সুপারহিট তকমা দেওয়া হয়েছে। নেটিজেনদের মধ্যে কেউ গল্প বোনার ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছেন। কেউ আবার সিনেমাটির ভিজ্যুয়াল এফেক্টের তারিফ করেছেন। আবার কেউ এলিজাবেথ ওলসেনের ‘ভৌতিক’ পারফরমেন্সের তারিফ করেছেন মুক্তকণ্ঠে।
আন্তর্জাতিক এক ভিডিও বিশ্লেষকের কথায়, ‘মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ ব্যক্তিগত আমার মনের দূরন্ত। স্যাম রাইমি এই লক্ষ্যে যে হরর ফ্লেভার নিয়ে এসেছেন, তানি এলফমনের মিউজিক পারফেক্ট। এছাড়াও এছাড়াও যে রহস্যময় টোন ব্যবহার করা হয়েছে তার টাইমিং পারফেক্ট। আর মোস্ট ভ্যালুয়েবল পারসন কিন্তু এলিজাবেথ ওলসেন৷’
মার্ভেল স্টুডিওসের প্রযোজনায় ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৮তম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রাইমি।সিনেমার মূল চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন, র্যাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর, জোচিটল গোমেজ প্রমুখ।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘ডক্টর স্ট্রেঞ্জ’। এরই ধারাবাহিকতায় এ সিনেমার সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ তৈরি হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
