হোম জাতীয় মাজার জিয়ারতে যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু

জাতীয় ডেস্ক :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

রোববার (৮ মে) ভোর ৫ টার দিকে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা শরিয়তপুরের নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ জানান, ঢাকা থেকে সিলেটে শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশে মায়ের দোয়া পরিবহনের বাসটিতে (ঢাকা মেট্রো- ব- ১৪-৩৬১৮) যাচ্ছিলেন যাত্রীরা।

দেউন্দি মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জে আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন