হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে বোনকে মারপিট করে হাত ভেঙ্গে দেয়ার দুই ভাই আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় বোনকে মারপিট করে হাত ভেঙ্গে দেয়াসহ তার বাড়ি-ঘরের আসবাবপত্র ভাংচুর করা মামলায় আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শেখপাড়া খানপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুইভাই একই গ্রামের মৃত-তারাই বিশ্বাসের ছেলে অলিয়ার রহমান(৪৫) ও জিয়াউর রহমান (৪২)।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের তারাই বিশ্বাস ৫ মেয়ে ও ৩ ছেলে রেখে মৃত্যু বরণ করেন। তার রেখে যাওয়া সম্পত্তি ভাগবায়াটি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার বাড়িতে থাকা স্বামী পরিত্যক্ত বড় বোন শবনম মুস্তারী বিলকিসের কাটা ধানের শুকনো জমিতে পানি ডুকিয়ে দেয় অলিয়ার ও জিয়াউর রহমান। এই নিয়ে ছোটভাই বাবলুর সাথে অন্য দুইভাই অলিয়ার ও জিয়াউর রহমানের কথা কাটাকাটির একপর্যায় বাবলুকে তারা মারপিট করতে থাকে।

এ সময় বোন বিলকিস ছোটভাই তাদেরকে ঠেকাতে গেলে ভাই অলিয়ার ও জিয়ার বোন বিলকিসকে বাঁশের লাঠি ও মেহগনি কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বাড়ি মারিলে তার বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হয়। এরপর আহত বিলকিস হাসপাতালে ভর্তি হলে ওই দুইভাই মিলে বোন বিলকিসের বাড়ির ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়। এ ঘটনায় বড়বোন শবনম মুস্তারী বিলকিস বাদী হয়ে ৫জনের মামলা করলে অভিযুক্ত ভাই অলিয়ার ও জিয়াকে পুলিশ আটক করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন