হোম জাতীয় নওগাঁয় ব্রিজের নিচে নারীর মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

নওগাঁর মহাদেবপুরে বলিহার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। তবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বলিহার ব্রিজের নিচে পানিতে একটি গাছের ডালের সঙ্গে মরদেহটি আটকে ছিল। তার পরনে নতুন শাড়ি ছিল। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহটি দেখার পর স্থানীয়রা নওহাটা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়।

নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পানিতে পড়ে থাকায় ফুলে উঠেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন