হোম খেলাধুলা মুস্তাফিজ আইপিএল খেলুক, ডিস্টার্ব করতে চাই না

খেলাধূলা ডেস্ক :

২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষবারের মতো টেস্ট খেলেছেন মুস্তাফিজুর রহমান। লাল বলের খেলা থেকে দূরে থাকতে চাওয়ায় তাকে রাখা হয়নি টেস্টের চুক্তিতেও। তবে হুট করেই টেস্ট দলে মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়ে শুরু হয়েছে কানাঘুষা। লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ঘরের মাঠে মুস্তাফিজের সাফল্য আর চোট জর্জরিত পেস বোলিং ইউনিটের ভাবনা থেকে নীতিনির্ধারকদের অনেকে মুস্তাফিজকে টেস্ট স্কোয়াডে চেয়েছিলেন। যদিও মুস্তাফিজকে ছাড়াই ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের দল।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি এ পেসার ইঙ্গিত দিয়েছেন তিনি আর লাল বলের ক্রিকেটে ফিরতে আগ্রহী নন। মুস্তাফিজ অনুভব করছেন ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তার নির্দিষ্ট ফরম্যাটের ক্রিকেট বেছে নেওয়া উচিত। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে মুস্তাফিজের পরিকল্পনা সম্পর্কে জানতে দ্রুতই তার সঙ্গে বসতে চায় বিসিবি। মুস্তাফিজও জানিয়েছেন, বোর্ড তার সঙ্গে বসতে চাইলে টেস্ট ক্রিকেট নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন।

এদিকে, আইপিএলের অনাপত্তিপত্র থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে তাকে রাখা না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের পরবর্তী সিরিজে দলে রাখা হবে মুস্তাফিজকে। শনিবার (৭ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন আভাস দিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘যেহেতু ওকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, আইপিএল খেলছে, এখন ওকে ডিস্টার্ব করতে চাই না। আইপিএল খেলুক। আইপিএলে আমাদের একজন প্রতিনিধিত্ব করছে এটা আমাদের জন্য বড় একটা ব্যাপার। তবে আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট হলেও খেলুক।’

এছাড়া টাইগার টিম ডিরেক্টর আরও বলেন, ‘আমি তো চাই মুস্তাফিজ টেস্ট খেলুক। কেন না? আমাদের তো এত বোলার নেই। হাতে গুনলে এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, রাহী এরপর বোলার কই? বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মুস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন, টেকনিক-টেকটিকস বলুন। এসব দিক থেকে তো মুস্তাফিজই সেরা।’

এর আগে অবশ্য গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, প্রয়োজন হলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ভারত থেকে উড়িয়ে আনা হতে পারে তাকে।

গণমাধ্যমকে নান্নু বলেন, ‘আমাদের চুক্তিতে যে খেলোয়াড়রা আছে বা ঘরোয়া ক্রিকেটে যারা খেলছে সবাইকে নিয়েই আমরা আলোচনা করি। মুস্তাফিজকে নিয়েই বাড়তি আলোচনা করেছি। এটা আমাদের মাথায় আছে। দলের প্রয়োজন হলে অবশ্যই ওকে নিয়ে চিন্তা করব। প্রথম টেস্টের স্কোয়াড ইতোমধ্যে দিয়ে দিয়েছি। দ্বিতীয় টেস্টে দরকার হলে চিন্তা করা হবে।’

এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। ও বলেনি টেস্ট খেলতে চায়। কিন্তু ও বলল কি বলল না সেটা বড় কথা নয়। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজেই এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন