টুংগীপাড়া প্রতিনিধি :
আজ শনিবার দুপুর দুইটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আজিজুল ইকবাল চৌধুরী, ও তারেক ইবনে নাসিম সহ অন্যান্যরা। পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
