ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নলভাঙ্গা গ্রামের মর্জাত বাওড়ে ঈদ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বাওড়ের তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। এ প্রতিযোগিতায় আশেপাশের এলাকা থেকে আসা ৮টি দল অংশগ্রহণ করে।
এরপর বিজয়ী দলসহ অংশগ্রহণকারী সকলকে পুরষ্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাগর ইসলাম, বিপুল দাস প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় পরিতোষ কুমারের দল বিজয়ী হয়।