হোম জাতীয় হাজী সেলিম আইন মেনে গিয়েছেন, আবার ফিরেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

ঈদের আগে চিকিৎসার জন্য হঠাৎ দেশ ছেড়ে থাইল্যান্ড যান অর্থ আত্মসাতের মামলায় ১০ বছরের দণ্ডিত আসামি ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। আবার চিকিৎসা শেষে ফিরেও এসেছেন ঢাকায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাজী সেলিম আইন মেনেই গিয়েছেন আবার আইন মেনেই ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন আবার ফেরত চলে এসেছেন। তিনি হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে গেছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। মোট কথা তিনি আইন মেনেই গিয়েছেন আবার আইন মেনেই ফিরে এসেছেন।

এর আগে গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান হাজী সেলিম। চিকিৎসা শেষে আজ দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফেরেন। হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

হাজী সেলিমের দেশ ছাড়ার বিষয়টি সোমবার (২ মে) সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার ছোট ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম।

তিনি ওইদিন বলেছিলেন, তার বাবা চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। দুই-তিনদিনের মধ্যেই দেশে ফিরবেন। এরপর আইনজীবীদের সঙ্গে কথা বলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

ইরফান সেলিম আরও বলেন, একটি টেলিভিশন চ্যানেল তার বাবার বিরুদ্ধে দেশ থেকে পালিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছে। এটা সঠিক নয়।

হাজী সেলিমের বড় ছেলে সোলাইমান সেলিম গত রোববার (১ মে) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে জানান, তার বাবা এখন দেশে নেই। এরপর থেকে বিষয়টি জানাজানি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে তার বিদেশ সফরের বৈধতা এবং ইমিগ্রেশন পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে, সচিবালয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ এবার অনেক ভালোভাবে ঈদ উদ্‌যাপন করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো ছিল।

তিনি বলেন, এবার নাকি ৭০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন। তারা সড়ক ও নৌপথ সব পথ দিয়েই বাড়িতে গেছেন এবং আবার ফিরতে শুরু করেছেন। আমি মনে করি এবার জনগণ কাছের মানুষের কাছে গিয়ে সুন্দরভাবে ঈদ উদ্‌যাপন করেছেন।

ঢাকায় আইনশৃঙ্খলা কেমন ছিল জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর ও স্বাভাবিক ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল। সব কিছু মিলিয়ে এবার দেশের মানুষ একটি সুন্দর ঈদ উদ্‌যাপন করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সব সময় সজাগ ছিল। আর রাস্তায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি, সবাই সুন্দরভাবে যেতে পেরেছেন। সেই সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী আগে থেকেই মলম পার্টি, অজ্ঞান পার্টি দূর করতে সক্ষম হয়েছে।

বিএনপি হুঁশিয়ারি দিয়েছে যে তারা ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে। এর মাধ্যমে সরকারকে চাপের মধ্যে রাখছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি নানা রকম উপায়ের মাধ্যমে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করবে। তারা যেসব কর্মসূচি দিচ্ছে সবগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে দিচ্ছে। সেজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই তারা যতই হুমকি দিক না কেন, সেটা যদি জনগণের স্বার্থে না হয় তাহলে সেটা কোনোভাবেই সফল হবে না।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন