হোম অর্থ ও বাণিজ্য পাকিস্তানে ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কুয়েত

বাণিজ্য ডেস্ক :

পাকিস্তানে ৭৫০ মিলিয়ন ডলার মূল্যের বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে কুয়েত। যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে সবচেয়ে বড় প্রস্তাবিত বিনিয়োগ হতে যাচ্ছে।

ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আল ফারেস বলেছেন, কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটির এনারটেক হোল্ডিং কোম্পানি এবং পাকিস্তান কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানি ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন করেছে। সেই সঙ্গে একটি হাইড্রোজেন প্লান্ট এবং দুইটি স্মার্ট শহর প্রকল্পের প্রস্তাবও করা হয়েছে।

এছাড়াও কোম্পানি দুইটি ইতোমধ্যে ২০০ মিলিয়ন ডলার মূল্যমানের একটি পাইপলাইনের কাজ করছে।

কুয়েতের প্রস্তাবিত এ বিনিয়োগগুলো পাকিস্তানের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কেননা, গেল এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে বিদ্যমান সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তেমন একটা বৈদেশিক বিনিয়োগ হয়নি।

আল-জাজিরার প্রতিবেদন ‍সূত্রে জানা গেছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ গেল ২৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এটি পরবর্তী দুই মাসের পণ্য আমদানি জন্যও যথেষ্ট নয়।

এরমধ্যেই সম্প্রতি দেশটির শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে। পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে সৌদি আরব সফর করছেন। অতীতে সৌদি আবর দেশটিকে ঋণ সহায়তা দিয়েছে।

এছাড়া এ বছর ৩ বিলিয়ন ডলারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও দেশটি আলোচনা করছে। যদিও আর্থিক সহায়তার হিসেবে ঋণ একটি সাময়িক পন্থা। তাই দেশটি দীর্ঘদিন ধরে ঋণের ওপর নির্ভরতা কমাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইছে।

এনারটেক এবং পাকিস্তান কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানি পাকিস্তানে সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি জোট গঠন করেছে বলে জানিয়েছেন আল ফারেস।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে পাকিস্তান এবং কুয়েত সরকার সমন্বিত প্রচেষ্টায় পাকিস্তান কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

সূত্র: ব্লুমবার্গ ও আল জাজিরা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন