স্বাস্থ্য ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে।
রোববার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এর আগে শনিবার (৩০ এপ্রিল) দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দেশে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে দেশে দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। টানা কয়েক দিন ধরেই ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী। রোববার (১ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট আরও কমেছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৩০৩ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৪১৪ জন।
এর আগে শনিবার (৩০ এপ্রিল) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান দুই হাজার ২৫০ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হন ৬ লাখ ৬৭ হাজার ৫১৫ জন।
এর একদিন আগে শুক্রবার (২৯ এপ্রিল) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা যান দুই হাজার ৫৬১ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হন ৬ লাখ ২৮ হাজার ৬৩৭ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (০১ মে) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৭৪৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬০ হাজার ৪৪৫ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৭১ লাখ ১২ হাজার ৬৫৬ জন।