হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে তুচ্ছঘটনা নিয়ে বিএনপির কর্মীদের মারপিটে আ’লীগ নেতা ও তার পুত্র সহ আহত – ৩

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির প্রতাপনগর গ্রামে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মারপিটে আওয়ামীলীগ নেতা মহাসীন হোসেন খোকন গাজী ও তার পুত্র সহ ৩ জনকে জখম করার অভিযোগ পাওয়াগেছে। গত ২৫ শে এপ্রিল রাত ৮ ঘটিকার এ ঘটনাটি রাজনৈতিক দন্দের জের ধরে প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গ্রামের হামলা কারীদের বাড়ির সামনে রাস্তার উপরে।

এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে দায়েরকৃত লিখিত অভিযোগে ও সরজমিনে একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান প্রতাপনগর গ্রামের আশরাফ হোসেনের পুত্র বিএনপি কর্মী ফারুক হোসেন, তাজুক হোসেনের সাথে মৃতঃ মকবুল আলী গাজীর পুত্র ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহাসিন হোসেন খোকন গাজী ও তার পরিবারের রাজনৈতিক বিরোধের কারনে তারা ইতিপূর্বে সাইদী রায় বাতিলের ম তৈরি করে প্রতাপনগরে সমাবেশ করতে থাকে।

এক পর্যায়ে হটাৎ করে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে আওয়ামীলীগ নেতা খোকনের দোকানঘর ও বাড়ি ঘর ভাঙচুর করে ব্যপক ক্ষতি সাধন করেছিল। এসব কারনে দীর্ঘদিন তাদের সাথে আওয়ামীলীগ নেতা খোকনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় আওয়ামীলীগ নেতা খোকন গাজীর পুত্র প্রতাপনগর একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থী গোফরান গাজী প্রাইভেট পড়ে বাড়ী আসছিল এমন সময় চাচাত ভাই নুর ইসলাম গাজীর পুত্র মোস্তাকিম গাজীর সাথে দেখা হলে দুই জন কথা কথা বলতে বলতে বাড়ীর দিকে যাচ্ছিল।

এমন সময় হটাৎ করে ঝড় উঠলে প্রতিপক্ষ বিএনপির এক কর্মীর বাড়ীর সামনে একটি দোকানের বারান্দায় অবস্থান করে। এ সময় তারা ওদেরকে দেখে অহেতুক গালিগালাজ করা সহ বারান্দা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। এসময় আওয়ামীলীগ নেতার পুত্র গোফরান ও তার চাচাত ভাই নুর ইসলাম গাজীর পুত্র মোস্তাকিম বলে ঝড় হচ্ছে এখন কোথায় যাবো। তখন সেখানে থাকা প্রতাপনগর গ্রামের বিএনপি কর্মী ফারুক হোসেন, সহ তার দলীয় অন্যান্যরা বলে কোথায় যাবি জানিনা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোফরানকে মারপিট করে। চাচাত ভাই মোস্তাকিম ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এ বিষয় নিয়ে আমরা চেয়ারম্যান সহ এলাকার লোকজনকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

আবারো এক পর্যায়ে ২৭শে এপ্রিল খোকন গাজীর পুত্র গোফরান সকালে প্রাইভেট পড়ে তাদের বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতা কর্মীরা পুনরায় তাকে পধে বেড় দিয়ে বলে তোদের কোন বাবা আছে ঠেকাবে আজকে তোকে আজকে শেষ করে দেব বলে এলপাতাড়ি ভাবে মেরে রাস্তা থেকে নিচে ফেলে দেয়। এ সংবাদ পেয়ে আ’লীগ নেতা মহাসিন হোসেন খোকন সহ তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারপূর্বক ঘটনার প্রতিবাদ করলে পুনরায় তারা পরিবারের লোকজন সহ খোকনের উপর হামলা চালিয়ে এলপাতাড়ি ভাবে মারপিট করে জখম করে।

স্থানীয় লোকজনরা না ঠেকাইলে সেখানে আরো বড়ধরনের প্রাণহানীর ঘটনা ঘটার আশঙ্কা ছিল। হামলাকারীরা এখনো পর্যন্ত হুমকি ও আষ্ফালন করছে রাস্তা ঘাটে হাটে বাজারে যেখানে পাবে সেখানেই খোকন সহ তার পরিবারকে জীবনে শেষ করে দিবে বলে হুমকি দিচ্ছে। মারপিটে আহত আ’লীগ নেতার পুত্র গোফরান ও ভাইপো মোস্তাকিমকে আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ ব্যাপারে আহত আওয়ামীলীগ নেতা মহাসিন হোসেন খোকন বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামীলীগ সমার্থিত নেতাকর্মী ও বিএনপির কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্খা রয়েছে। ফলে পরিবেশ শান্ত রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছে শান্তি প্রিয় প্রতাপনগর ইউনিয়ন বাসী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন