হোম জাতীয় শনি-রোববার খোলা থাকছে ভারতীয় ভিসাকেন্দ্র

জাতীয় ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত ভ্রমণ সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) ও পরশু রোববার (০১ মে) বাংলাদেশে ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র খোলা থাকবে। ভারতীয় ভিসার জন্য আবেদনকারী, ভিসা গ্রহণের সুবিধার্থে এ ব্যবস্থার কথা জানিয়েছে দেশটির হাইকমিশন।

বাংলাদেশে মোট ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) রয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি রয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বৃহৎ ভিসা আবেদন কেন্দ্র। বিশ্বের কোথাও এর চেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র নেই। সর্ববৃহৎ এ ভিসা কেন্দ্রটিসহ বাকি ১৪টি ভিসা আবেদন কেন্দ্র শনি ও রোববার খোলা থাকবে।

হাইকমিশন জানিয়েছে, শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। ১৫টি ভিসা কেন্দ্র থেকেই সাধারণ মানুষ পাসপোর্ট-ভিসা গ্রহণ করতে পারবে। রোববার (১ মে) যমুনা ফিউচার পার্কের আইভিএসিসহ দেশের সব ভিসাকেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এদিন (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট-ভিসা ডেলিভারি দেওয়া হবে। ২ ও ৩ মে সব আইভিএসি বন্ধ থাকবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন