হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় উত্তরণের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় উত্তরণ—সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফ্যাশন গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত গরীব, অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় পারুলিয়াস্থ বে—সরকারি সংস্থা উত্তরণের সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়।

অনুষ্ঠানে উত্তরণ—সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল কাইউম আজাদ।

অন্যান্যদের মধ্যে উত্তরণের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, জব প্লেসমেন্ট অফিসার জাহিদুল আহছান, সকল ট্রেডের শিক্ষক, উপকারভোগী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এসময় বিগত কয়েক ব্যাচের ফ্যাশন গার্মেন্টস ট্রেড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা প্রশিক্ষণ শেষে চাকুরীতে যোগদান করতে পারেননি এবং সেলাই মেশিন কেনার সামার্থ নেই এমন ১০জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

উল্লেখ্য যে, পিকেএসএফের অর্থায়নে, উত্তরণের বাস্তবায়নে দেবহাটার পারুলিয়ায় ৩টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে। যার মাধ্যমে পিছিয়ে পড়া অসংখ্য বেকার, অসচ্ছল, গরীব পরিবারের সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করে পারিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরীতে রূপান্তরিত হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন