নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে দুস্থ, অসহায়, এতিমখানা, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রমে বসবাসকারীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে বিভিন্ন স্থানে ৩০২ জনের মাঝে এ সব ইফতার ও রাতের রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৯৩’ এর বন্ধু মোহাম্মদ হাবিবুল্লাহ, মাসুদ বাবু, তোরাবুল ইসলাম, আব্দুল কাদের, মনির হোসেন, সাব্বির হোসেন, মোফাজ্জেল হোসেন, হাসানুজ্জামান, কামরুজ্জামান, জিল্লুর রহমান প্রমুখ।
ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে যে সব প্রতিষ্ঠানে সে গুলো হলো, রাজার বাগান রিয়াজুল জান্নাত মডেল এতিম হিফ্জ মাদ্রাসা, নলকুড়া কাসেমুল উলুম এতিমখানা, লাবসা রহমানিয়াা হাফিজায়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, লস্করপাড়া জামিউল উলুম এতিমখানা ও মাদ্রাসা, বাঁকাল নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,পলাশপোল প্রবীণ আবাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) ও উত্তর কাটিয়া দাশপাড়া বৃদ্ধাশ্রম।