স্বাস্থ্য ডেস্ক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পাবনার মানসিক হাসপাতালকে একটি অত্যাধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে। এছাড়াও মানসিক রোগের চিকিৎসায় সব বিভাগীয় শহরে এ বিষয়ে চিকিৎসা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (২৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট আয়োজিত সিজোফ্রোনিয়া নামক মানসিক রোগ বিষয়ে গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার, কিডনি এবং হৃদরোগের চিকিৎসায় অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।
এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোভিড ভ্যাকসিন কার্যক্রম সফল হওয়ায় দেশে করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় এবং মৃত্যু হার শূন্যে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশই এ সফলতা অর্জন করতে পারেনি।
এর আগে সকালে রাজধানীর মহাখালী জনসংখ্যা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে মন্ত্রী দেশে করোনা যাতে আবারও বাড়তে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবাই করোনার টিকা পাবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা আছে। কারণ, ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাদের নজরে রাখতে হবে।
তিনি বলেন, দেশের প্রায় ১৩ কোটি মানুষ এখন টিকার আওতায়। এখনও যারা টিকা নেননি, তারা ইচ্ছাকৃতভাবেই নিচ্ছেন না।
এ সময় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাই সবাইকে পুষ্টিকর খাবার খাওয়ার আহ্বান জানান জাহিদ মালেক। বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মানুষকে সুস্থ থাকতে হবে। এ জন্য পুষ্টি অপরিহার্য। আমাদের দেশে পুষ্টি সেবার অনেক উন্নতি হয়েছে।