হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভন্ড সাধুর প্রতরণার শিকার এক শিক্ষক পরিবার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সাধুবেশে প্রতরণা। খোয়া গেলো এক শিক্ষক পরিবারের নগদ টাকা সহ স্বর্ণালয়কার। ঘটনাটি আট্টাকী পালপাড়ায় শিক্ষক নিমাই কৃষ্ণ পালের বাড়িতে ঘটেছে। বাড়ীর গৃহকর্তা শিক্ষক নিমাই কৃষ্ণ পাল শিরিন হক পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। ওই সময় বিদ্যালয়ে ছিলেন বলে জানায়।

ভুক্তভোগি পরিবার জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ৫৫বছর বয়স্ক একজন সাদা পোশাক পরিহিত ও একজন অল্প বষসী ছেলে সাধুবেশে এসে গৃহকর্তা নিমাই কৃষ্ণ পালকে খুজতে থাকে।

এসময় বাড়িতে থাকা স্ত্রী অঞ্জু রানী পাল ঘর থেকে বের হন। এসময় সাধুবেশধরা বয়স্ক লোকটি জানান তারা একটি আশ্রম থেকে এসেছে। এরপর ওই অজ্ঞাত দুই ছদ্ববেশধারী সাধু বিভিন্ন ধর্মীয় কথা বলে অঞ্জু রানীকে বশে আনে। তারপর তারা সু-কৌশলে ঘর ঘরে থাকা গাছ বিক্রির প্রায় এক লক্ষ টাকা ও প্রায় চার ভরি স্বণালংকার নিয়ে পালিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন