হোম জাতীয় ৩০০ টাকা বেশি লিখে বিক্রি করছিল জুতা

জাতীয় ডেস্ক :

সিরাজগঞ্জ শহরের এস এস রোডে অবস্থিত বাটার শো-রুমে অভিনব কায়দায় প্রতারণার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অন্য একটি খাবারের দোকানে প্রাণ ব্যান্ডের নকল আইসক্রিম বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জেলার সদর উপজেলায় এস এস রোডে বাটার শো-রুমে ১ হাজার ৪৯৯ টাকার বাটা জুতার স্টিকারের ওপর ১ হাজার ৭৯৯ টাকা এবং ১ হাজার ৩৯৯ টাকার জুতার স্টিকারের ওপর ১ হাজার ৪৯৯ টাকার স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযানে পণ্যের মূল্যের এমন অভিনব প্রতারণার প্রমাণ পাওয়ায় ওই শো-রুমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বাজারের একটি খাবারের দোকানে প্রাণ ব্যান্ডের নকল আইসক্রিম বিক্রির দায়ে ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন