খেলাধূলা ডেস্ক :
দেশের ঘরোয়া লিগে আম্পায়ারিং নিয়ে এমনিতেই অস্বস্তি রয়েছে। তার ওপর যোগ হয়েছে ক্রিকেটারদের হুটহাট মেজাজ হারানোর মতো ঘটনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিপিএলের সুপার সিক্সের ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল সাকিব-মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচটিতেই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
ডিপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কদিন আগে উইকেট নিয়ে মেজাজ হারিয়েছিলেন মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এবার দৃশ্যপটে লিজেন্ড অব রূপগঞ্জের রকিবুল ইসলাম।
প্রাইম ব্যাংকের দেওয়া ১৫২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রূপগঞ্জ। পরপর দুই উইকেট পতনের পর ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান ও রকিবুল ইসলাম।
তাইজুল ইসলামের করা ওভারের দ্বিতীয় বলটি উড়িয়ে মারার চেষ্টা করেন সাব্বির। কিন্তু টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল যায় শর্ট কাভারে। কিন্তু অনেক উঁচুতে ওঠা বলটি তালুবন্দী করতে ব্যর্থ হন মুমিনুল। সাদা পোশাকের কাপ্তানের মিস ফিল্ডিংয়ের সুযোগে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন সাব্বির-রকিবুল।
কিন্তু দ্রুত রান নেওয়ার চেষ্টায় উল্টো রানআউটের সম্ভাবনা তৈরি হয়। স্ট্রাইক প্রান্তে মুমিনুলের থ্রো থেকে যখন প্রাইম ব্যাংকের উইকেটকিপার মোহাম্মদ মিঠুন স্ট্যাম্প ভেঙে দেন, তখন রকিবুল ক্রিজের বাইরে থাকায় তাকে রানআউট ঘোষণা করেন আম্পায়ার।
রকিবুল অবশ্য সঙ্গে সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তার দাবি, মিঠুন স্ট্যাম্প ভাঙার আগেই গ্লাভস ফসকে বল মাটিতে পড়ে গেছে। এ নিয়ে দুই আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান রকিবুল। এ সময় যোগ দেন সাব্বিরও। শেষ পর্যন্ত রকিবুলকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। ড্রেসিংরুমে ফেরার পথে নিজের হেলমেট খুলে লাথি মেরে ফেলে দেন রূপগঞ্জের এই ব্যাটার।
এদিকে, শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও সাকিব-সাব্বিরদের দ্রুত উইকেট পতনের পর এক সময় পরাজয়ের শঙ্কা জেগেছিল। কিন্তু শেষদিকে মুকতার আলীর অনবদ্য ব্যাটিংয়ে স্বস্তি ফেরে মাশরাফী বাহিনীতে।
এর আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে মৌসুমের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন বিজয়। ইনিংসে যখন ১০ রান পূর্ণ করেন বিজয়, তখনই লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানে মালিক হন তিনি। এনামুল হক আজ ৯১ বলে ৭৩ রান করেন। মৌসুমে তার ব্যাট থেকে এসেছে ৮৫৮ রান। আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাইফ হাসান। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে ৮১৪ রান করেছিলেন সাইফ।
২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। একই বছর লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮০৭ রান করেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।
লাথিকাণ্ডে সাকিব-তামিমদের ম্যাচে বিতর্ক
খেলাধূলা ডেস্ক :
দেশের ঘরোয়া লিগে আম্পায়ারিং নিয়ে এমনিতেই অস্বস্তি রয়েছে। তার ওপর যোগ হয়েছে ক্রিকেটারদের হুটহাট মেজাজ হারানোর মতো ঘটনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিপিএলের সুপার সিক্সের ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল সাকিব-মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচটিতেই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
ডিপিএলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কদিন আগে উইকেট নিয়ে মেজাজ হারিয়েছিলেন মোহামেডানের হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এবার দৃশ্যপটে লিজেন্ড অব রূপগঞ্জের রকিবুল ইসলাম।
প্রাইম ব্যাংকের দেওয়া ১৫২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রূপগঞ্জ। পরপর দুই উইকেট পতনের পর ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান ও রকিবুল ইসলাম।
তাইজুল ইসলামের করা ওভারের দ্বিতীয় বলটি উড়িয়ে মারার চেষ্টা করেন সাব্বির। কিন্তু টাইমিংয়ে গড়বড় হওয়ায় বল যায় শর্ট কাভারে। কিন্তু অনেক উঁচুতে ওঠা বলটি তালুবন্দী করতে ব্যর্থ হন মুমিনুল। সাদা পোশাকের কাপ্তানের মিস ফিল্ডিংয়ের সুযোগে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন সাব্বির-রকিবুল।
কিন্তু দ্রুত রান নেওয়ার চেষ্টায় উল্টো রানআউটের সম্ভাবনা তৈরি হয়। স্ট্রাইক প্রান্তে মুমিনুলের থ্রো থেকে যখন প্রাইম ব্যাংকের উইকেটকিপার মোহাম্মদ মিঠুন স্ট্যাম্প ভেঙে দেন, তখন রকিবুল ক্রিজের বাইরে থাকায় তাকে রানআউট ঘোষণা করেন আম্পায়ার।
রকিবুল অবশ্য সঙ্গে সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেন। তার দাবি, মিঠুন স্ট্যাম্প ভাঙার আগেই গ্লাভস ফসকে বল মাটিতে পড়ে গেছে। এ নিয়ে দুই আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান রকিবুল। এ সময় যোগ দেন সাব্বিরও। শেষ পর্যন্ত রকিবুলকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। ড্রেসিংরুমে ফেরার পথে নিজের হেলমেট খুলে লাথি মেরে ফেলে দেন রূপগঞ্জের এই ব্যাটার।
এদিকে, শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও সাকিব-সাব্বিরদের দ্রুত উইকেট পতনের পর এক সময় পরাজয়ের শঙ্কা জেগেছিল। কিন্তু শেষদিকে মুকতার আলীর অনবদ্য ব্যাটিংয়ে স্বস্তি ফেরে মাশরাফী বাহিনীতে।
এর আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েন এনামুল হক বিজয়। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে মৌসুমের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন বিজয়। ইনিংসে যখন ১০ রান পূর্ণ করেন বিজয়, তখনই লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানে মালিক হন তিনি। এনামুল হক আজ ৯১ বলে ৭৩ রান করেন। মৌসুমে তার ব্যাট থেকে এসেছে ৮৫৮ রান। আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাইফ হাসান। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে ৮১৪ রান করেছিলেন সাইফ।
২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। একই বছর লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮০৭ রান করেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।