হোম জাতীয় পিরোজপুরে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

পিরোজপুরে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকার খালের মোহনার চর এলাকা থেকে উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তাবন্দি মরদেহটি দেখে থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইন্দুরকানী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. শামীম হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। সেটি অজ্ঞাত এক নারীর। ধারণা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার পরনে একটি পাজামা রয়েছে। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। এখনই তাকে সনাক্ত করা যচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন