হোম আন্তর্জাতিক মস্কোর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই ওয়াশিংটনের

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন ইস্যুতে মস্কোর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই ওয়াশিংটনের। এমনটাই মনে করেন অধিকাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যদিও দেশটির ৩৬ শতাংশ নাগরিক মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সঠিক পথেই রয়েছে যুক্তরাষ্ট্র। খবর এপি’র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মুখে হুমকি ধামকি দিলেও যুদ্ধে সরাসরি অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। শুধুমাত্র নিষেধাজ্ঞা আর অবরোধ আরোপের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে দেশটি। রুশ সেনাদের প্রতিহত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট অত্যাধুনিক অস্ত্র সহায়তা চাইলেও শুধু পাশে থাকার আশ্বাস দিয়ে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এমন বাস্তবতায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অবস্থান ও ভূমিকা নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। অ্যাসোসিয়েট প্রেস ও সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এন.ও.আর.সি’র করা যৌথ জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ মার্কিন মনে করেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার মতো সামর্থ্য নেই বাইডেনের। তবে ৩৬ শতাংশ মার্কিন মনে করেন, এই ইস্যুতে বর্তমান প্রশাসন সঠিক পথেই হাটছে।

এ বিষয়ে এক মার্কিন নাগরিক বলেন, এই মুহূর্তে সেখানে সেনা পাঠানো উচিত। যুদ্ধে অংশ নেওয়া উচিত। সেখানে মানুষ মারা যাচ্ছে। ছোট ছোট শিশু মারা যাচ্ছে। শুধু নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না। আমি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরোধী। কারণ এর কারণে সেখানকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তো কোনো দোষ করেনি। জ্বালানি তেল আমদানিতে যে নিধেধাজ্ঞা দেওয়া হয়েছে তারও বিরোধী। কারণ এতে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি মনে করি, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেওয়া উচিত নয়। আমরা যুদ্ধের বিপক্ষে। সংঘাতকে সমর্থন দেব না আমরা।

তবে যুক্তরাষ্ট্রে ৩২ শতাংশ জনগণ মনে করেন, ইউক্রেন ইস্যুতে এখনও যুক্তরাষ্ট্র বড় ভূমিকা পালন করে চলছে। গতমাসে এই সংখ্যা ছিল ৪০ শতাংশ। বর্তমানে ৪৯ শতাংশ মার্কিন মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খুবই দুর্বল ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন