জাতীয় ডেস্ক :
পঞ্চগড় শহরের বাজার তদারকি অভিযানে দুই বিপণিবিতানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ অভিযান পরিচালনাকালে ওই বিপণিবিতানকে জরিমানা করেন।
পরেশ চন্দ্র বর্মণ সময় সংবাদকে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর আজ দুপুরে পঞ্চগড় বাজারে অভিযান পরিচালনা করে।
এ সময় কাপড়ের মূল্য বেশি লেখার দায়ে ফ্যামিলি ফ্যাশনকে ৫ হাজার ও পালকি ফ্যাশনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।