খেলাধূলা ডেস্ক :
ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসেই তৃতীয় বলে পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে ফিরিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মায়াঙ্ক ১৫ বলে ২৪ রান করে সাজঘরে ফিরেছেন।
দিল্লির হয়ে এবারের আইপিএলে প্রথম ম্যাচেই তিন উইকেট পেয়েছিলেন টাইগার পেসার। তবে পরের তিন ম্যাচ ছিলেন উইকেটশূন্য। যদিও শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে বেশ খরুচে হলেও বাকিগুলো ছিলেন ইকোনমিক্যাল।
আজ প্রথম ওভারে বল করতে এসেই পেলেন উইকেটের দেখা। যদিও আজ তার বোলিং পজিশন রদবদল হয়েছে। এতদিন ইনিংসের উদ্বোধনী ওভার করতেন ফিজ। আজ বল হাতে তুলে নেন পঞ্চম ওভারে এসে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার (২০ এপ্রিল) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পন্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঞ্জাবের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৩ রান। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে এক উইকেট শিকার করে খরচ করেছেন ১১ রান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ১০ বলে ৯ রান করে ফিরেছেন ললিত যাদভের বলে ক্যাচ দিয়ে।
এদিকে অজি অলরাউন্ডার মিশেল মার্শকে পরিবর্তন করে একাদশে ফের আনা হয়েছে ব্যাটার সরফরাজ আহমেদ খানকে। করোনায় আক্রান্ত হয়ে এক ম্যাচ পরেই ফের ছিটকে গেলেন মার্শ। তবে যথারীতি একাদশে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে আরও একবার করোনার থাবা দিল্লি ক্যাপিটালসের শিবিরে। মিচেল মার্শের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন টিম সেফার্ট। আইপিএল ও দিল্লির ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে করোনার কারণে বদলে যায় মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালসের ম্যাচভেন্যু। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিবর্তে যা অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানায় আইপিএল কর্তৃপক্ষ। যদিও ক্রমাগত করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ম্যাচ আয়োজন নিয়েই শঙ্কা জাগছে!
এর আগে আইপিএল কর্তৃপক্ষের এক বিবৃতি থেকে জানা যায়, এখন পর্যন্ত যারা করোনা পজিটিভ হয়েছেন তারা হলেন মিচেল মার্শ, ফিজিও প্যাটট্রিক ফারহার্ট, স্পোটর্স মেসেজ থেরাপিস্ট চেতান কুমার, টিমের চিকিৎসক অভিজিত সালভি ও সোশাল মিডিয়া টিমের সদস্য আকাশ মানে। সবশেষ বিদেশি ক্রিকেটারের হিসেবে সে তালিকায় যোগ দিলেন সেফার্ট।
এদিকে চলতি আসরে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছেন মুস্তাফিজরা।
দিল্লির একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
পাঞ্জাব কিংস একাদশ
মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), নাথান ইলিস, জনি বেয়ারস্টো, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার, ভৈবভ অরোরা।