আন্তর্জাতিক ডেস্ক :
হনুমান জয়ন্তীর মতো সহিংসতার ঘটনার ঠিক পরেই দিল্লিতে এ অভিযান শুরু হয়। গত শনিবার (১৬ এপ্রিল) দিল্লির এই জাহাঙ্গিরপুরী অঞ্চলে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে দাঙ্গা হয়েছিল। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ লড়াই হয়। অভিযোগ, সেই ঘটনার বদলা নিতে এবং মুসলিমদের উচ্ছেদ করতেই বুলডোজার নিয়ে অভিযান করে বিজেপিশাসিত পুরসভা। খবর এনডিটিভির।
এর আগে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে একই ঘটনা ঘটে। দাঙ্গার পর প্রশাসন ওই অঞ্চলে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলিমদের ঘর ভেঙেছে বলে অভিযোগ রয়েছে। এরপর সেসব অঞ্চল থেকে অনেক মুসলিম এলাকা ছেড়ে চলে যান।
বুধবার (২০ এপ্রিল) দিল্লির জাহাঙ্গিরপুরী অঞ্চলে একাধিক বুলডোজার নিয়ে পৌঁছায় উত্তর দিল্লির পুরসভা। দিল্লির এই পুরসভা বিজেপিশাসিত। অভিযোগ, শনিবারের ঘটনার ‘বদলা’ নিতে এদিন সেখানে বুলডোজার অভিযান চালিয়েছে পুরসভা।
অবশ্য পুরসভা দাবি করেছে, ওই অঞ্চলের বেআইনি নির্মাণ ভাঙতেই সেখানে অভিযান চালানো হয়েছে। দাঙ্গার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তবে বিরোধীরা দাবি করেছে, ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চল টার্গেট করেছে বিজেপিশাসিত প্রশাসন। ওই অঞ্চলের আশপাশে বহু তথাকথিত বেআইনি নির্মাণ আছে। কিন্তু দাঙ্গার অঞ্চলেই বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে টার্গেট করে বিভিন্ন স্থাপনায় অভিযান চালায়।
বুধবার সকালে বুলডোজার নিয়ে ভাঙচুর শুরু করার পরই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেন। পরবর্তী শুনানির আগে সেখানে অভিযান চালানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।
কিন্তু সুপ্রিম কোর্টের আদেশকে তোয়াক্কা না করে সেখানে অভিযান অব্যাহত রাখে পুরসভা। পুরসভার কর্মকর্তারা বলেছেন, তাদের হাতে লিখিত নির্দেশ আসেনি বলেই অভিযান জারি রাখা হয়।
হিন্দু-মুসলিম সম্প্রদায়ের দাঙ্গার পর গত দুদিন সেখানে উত্তেজনা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু বুধবার পুরসভার অভিযান শুরু হওয়ার পর আবার জাহাঙ্গিরপুরী অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে।