হোম আন্তর্জাতিক সাগর থেকে জাহাজ জব্দ করল বিপ্লবী গার্ডস

আন্তর্জাতিক ডেস্ক :

পারস্য উপসাগর থেকে একটি নৌযান জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, জাহাজটিতে আড়াই লাখ লিটার পাচার করা জ্বালানি ছিল।

সবচেয়ে সস্তায় জ্বালানি পাওয়া দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। দেশটির মুদ্রার মান পড়ে যাওয়া ও রাষ্ট্রীয় ভর্তুকির কারণে কম দামে জ্বালানি পাওয়া যায়। যে কারণে স্থল ও জলপথে প্রতিবেশী দেশগুলোতে ইরান থেকে জ্বালানি পাচার হচ্ছে।

প্রায় পাচার হওয়া জ্বালানিসহ জাহাজ জব্দের খবর আসে ইরান থেকে। ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে, জাহাজের সাত ক্রুকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দেশি ও বিদেশিরাও রয়েছেন।

গত সপ্তাহে দুই লাখ ২০ হাজার লিটার জ্বালানিসহ একটি বিদেশি নৌযান জব্দ করার কথা জানিয়েছে ইরান। তখন সেটির ১১ ক্রুকে আটক করা হয়েছিল।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন