হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 674 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ও সাতক্ষীরার উন্নয়নের কারিগর নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ভূয়সী প্রশংসা করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ভোরের পাতা গ্রুপের চেয়ারপার্সন ড. কাজী এরতেজা হাসান জজ (সিআইপি)।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ভূয়সী প্রশংসা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

এমপি রবি চোখের অপারেশন জনিত কারণে উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় এমপি রবির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘আপনাদের সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একজন নেভাল কমান্ডো। তিনি আমাদের সবার প্রিয় মানুষ ও সাতক্ষীরার উন্নয়নে নিবেদীত প্রাণ। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরার উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি অনেক আগেই সাতক্ষীরা স্টেডিয়ামের উন্নয়নে দর্শক গ্যালারীর কথা বলেছেন। অবশ্যই এমপি রবির সকল চাওয়া পুরণ হবে।

এসময় শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র পৃষ্ঠপোষক ভোরের পাতা গ্রুপের চেয়ারপার্সন ড. কাজী এরতেজা হাসান জজ (সিআইপি) বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি আমার মামা। তিনি একজন খুবই সম্মানিত মানুষ। তিনি আগামীতেও আওয়ামী লীগের দলীয় নমিনেশন পাবেন। আমি সাতক্ষীরায় সাত বছর পরে এসেছি। সাতক্ষীরাতে আমি রাজনীতিতে আসবোনা। আমি আমার মামার সাথে আছি।

সকলে আমার রবি মামার জন্য দোয়া করবেন। সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হেলিকপ্টারে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিথিৃন্দ এসে পৌছালে এমপি রবির পক্ষ থেকে অতথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতৃবৃন্দ। এসময় এমপি রবির পক্ষে দলীয় নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সাতক্ষীরা স্টেডিয়াম ও সার্কিট হাউজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন