খেলাধূলা ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে বেঙ্গালুরুর একাদশে একটি পরিবর্তন এসেছে। রাদারফোর্ডের পরিবর্তে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল।
আইপিএলের পয়েন্ট টেবিলে এখন সবার তলানিতে আছে মুম্বাই। অন্যদিকে বেঙ্গালুরু ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে। ৩ ম্যাচে ২টি জয়ের বিপরীতে একটি ম্যাচে হেরেছে তারা।
তিন ম্যাচে এখনো জয়ের মুখ না দেখা মুম্বাই মাঠে নামছে দুটি পরিবর্তন নিয়ে। তাইমাল মিলসের জায়গায় সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট। আর ড্যানিয়েল সামসের পরিবর্তে খেলছেন রামানদীপ সিং।
আইপিএলে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৯ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা ভারী মুম্বাইয়ের। তাদের ১৭ জয়ের বিপরীতে বেঙ্গালুরুর জয় ১২ ম্যাচে। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় স্কোরটি অবশ্য কোহলিদের। এক ইনিংসে ২৩৫ রান করারও রেকর্ড আছে তাদের। অন্যদিকে মুম্বাই বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ করেছে ২১৩ রান।
মুম্বাই একাদশ
রোহিত শর্মা, ইশান কিশান, দাওলাদ ব্রেভিস, সুরিয়া কুমার, তিলক বার্মা, কেইরন পোলার্ড, রামানদীপ সিং, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাট, জাসপ্রীত বুমরাহ, বাসিল থাম্পি।
বেঙ্গালুরু একাদশ
ফাফ ডু প্লেসি, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।