হোম জাতীয় চট্টগ্রামে মাটি খুঁড়তেই মিলল ‘গুপ্তধন ভর্তি’ সিন্দুক

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের টাইগারপাস-বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের সময় বন্দর-কাস্টমস মোড়ের গোল চত্বরে মাটি খুঁড়তে গিয়ে মিলল বহু বছরের পুরনো একটি লোহার সিন্দুক। ওই সিন্দুকে নিশ্চিত গুপ্তধন রয়েছে এমন খবর চাউর হয় মুহূর্তেই।

খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থার লোকজনও ঘটনাস্থলে হাজির। কিন্তু সকলের উপস্থিতিতে যখন সিন্দুকটি খোলা হলো, তখন ওই সিন্দুক মিলল শুধু মাটিই। এরপরও এই সিন্দুক নিয়ে তোলপাড় পুরো বন্দর এলাকায়।

শনিবার (০৯ এপ্রিল) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি (তদন্ত) আহম্মদ উল্লাহ।

ওসি আহম্মদ উল্লাহ বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে সিন্দুকটি পান। আমরা যাবার আগেই তা খোলা ছিল বলে সেখানে আদৌ কিছু ছিল কিনা নিশ্চিত হতে পারিনি। তবে তার ভেতরে মাটি পেয়েছি আমরা। সেখান থেকে উদ্ধার করে ওই সিন্দুকটি সংরক্ষণ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে তা পরীক্ষা করবে।’

তবে অনেকেই ধারণা করছেন, সকালেই এই সিন্দুকটি পান এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা। তারা সেটি খুলে সেখানে গুপ্তধন যা ছিল তা নিয়েই হয়তো মাটি ভরে পুলিশকে খবর দিয়েছে। বিষয়টি পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও তদন্ত করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন