হোম খেলাধুলা কোহলিদের বিরুদ্ধে রোহিতের চরম বার্তা

খেলাধূলা ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (৯ এপ্রিল) রাতে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলিদের র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠে নামার আগে দলকে চরম বার্তা দিলেন মুম্বাই অধিনায়ক।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চলতি আসরে একেবারেই ভালো শুরু হয়নি মুম্বাইয়ের। তিনটি ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি তারা। বেশ কয়েকটি ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে হারতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চেপে ধরার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে রোহিতের দল। একটা সময় মনে হয়েছিল ম্যাচটা টানটান হতে পারে। কিন্তু ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় নাইটরা। প্যাট কামিন্সের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে উড়ে যায় রোহিত বাহিনী। কেকেআরের কাছে ম্যাচ হেরে বাড়তি আগ্রাসন দেখানোর কথা বললেন মুম্বাই অধিনায়ক।

সতীর্থদের উদ্দেশে রোহিত বলেন, কোনো একজন ব্যক্তির দিকে আমরা আঙুল তুলতে চাই না। বিষয়টা আমাদের। আমরা যেমন দল হিসেবে জিতি, তেমন হারটাও আমাদের দলের। আমাদের দলে প্রতিভার অভাব নেই। অভাবটা ক্ষুদা আর মরিয়া হয়ে ওঠার। মরিয়া ভাবটা খুব জরুরি। প্রত্যেকটা দল আলাদা, তাদের পরিকল্পনা আলাদা। আমাদের কাজ প্রতিপক্ষের থেকে এগিয়ে ভাবা। আর সেটা তখনই সম্ভব যখন আমরা ক্ষুদাটা দেখাতে পারব। আমরা তিনটি ম্যাচেই কিছু না কিছু ভালো কাজ করেছি। আমাদের মুহূর্তগুলো বুঝে নিতে হবে, যে মুহূর্তগুলো ম্যাচটা আমাদের দিকে নিয়ে আসতে পারে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। মাথা নিচু করারও প্রয়োজন নেই। কারণ টুর্নামেন্ট কেবল শুরু হয়েছে।

ইতিহাস বলে, মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরুতে ছন্দ খুঁজে পায় না। টুর্নামেন্ট যত এগিয়ে যায় ততই ভয়ংকর হয়ে ওঠে তারা। তবে ক্রিকেট মহলের মতে, আগের মুম্বাই ইন্ডিয়ান্স ও বর্তমান দলের মধ্যে কয়েকটি ফারাক আছে। সব চেয়ে বড় সমস্যা হয়ে উঠছে স্পিন বোলিংয়ে। মুরুগান অশ্বিন কোনোভাবেই রাহুল চাহারের বিকল্প হয়ে ওঠার মতো নয় বলেই মনে হচ্ছে ক্রিকেট মহলের। পাশাপাশি তাইমল মিলস ধারাবাহিক হতে পারছেন না। এর মধ্যে আবার দলের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত ও পোলার্ডের ব্যাট ঠান্ডা। তাই রোহিতের কথা তাৎপর্যপূর্ণ। টিম হিসেবে পারফর্ম করতে না পারলে আরও ভুগতে হতে পারে। অভিজ্ঞ অধিনায়ক রোহিতের সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাই দলকে বার্তা দিলেন ক্যাপ্টেন।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন