হোম অন্যান্যসারাদেশ নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলায় নাশকতা অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি পরানপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যানের নাম গোলাম ফারুক (৪৬)। তিনি পরানপুর গ্রামের করিমুল্লাহের ছেলে ও ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান।

পুলিশ জানায়, সপ্তাহ খানেক আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল ও চেয়ারম্যান সহ তার সাঙ্গপাঙ্গরা। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করলেও কৌশালে পালিয়ে যায় চেয়ারম্যান।

পরবর্তীতে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের থানায় একটি মামলা হয়। মামলা নং-১২। আজ সন্ধ্যায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন