খেলাধূলা ডেস্ক :
আগামী গ্রীষ্মের দল বদলের মৌসুমে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে টানছে ম্যানচেস্টার ইউনাইটেড। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের।
টেলিগ্রাফ জানাচ্ছে, আগামী গ্রীষ্মের দল বদলে ম্যানচেস্টার ইউনাইটেড দুই ইংলিশ ফরোয়ার্ড হ্যারিকেন ও ডেকলেন রাইচকে দলে ভেড়াতে পারে। তবে ম্যানেচস্টার সিটি যেখানে গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে রাজি করাতে পারেননি, সেখানে ম্যান ইউ ক্লাবটিকে বোঝাতে কতটা সক্ষম হবে সেটাই এখন দেখার বিষয়। তাছাড়া কেইন হটস্পারের এখন মূল তারকা ফুটবলার।
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রেুনো ফার্নান্দেজ, ম্যাসন গ্রিনউড, মার্কাস রাশফোর্ডরা থাকলেও ম্যান ইউ হ্যারি কেইনের দিকে ঝুঁকছে মূলত অন্য কারণে। একদিকে তারা লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের সাতে। এভাবে চলতে থাকলে, তাদের পক্ষে আগামী চ্যাম্পিয়ন্স লিগে খেলা অসম্ভব হয়ে দাঁড়াবে।
অন্যদিকে পল পগবা, জেসি লিঙ্গার্ড ও এডিসন কাভানিদের চুক্তি শেষ হতে যাচ্ছে আগামী দল বদলের মৌসুমে। পগবা ওল্ড ট্রাফোর্ডে থাকছেন এমন গুঞ্জন অনেক দিনের। আর কাভানি, লিঙ্গার্ডদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা নেই ম্যান ইউ’র। এদিকে ডেইলি মেইল জানাচ্ছে, গত কয়েক মৌসুমে ম্যান ইউর হয়ে খুব একটা মাঠে নামা হয়নি, এমন ফুটবলারদের আগামী মৌসুমে দলে রাখবেনা ক্লাবটি।
এদিকে রেড ডেভিলরা নতুন কোচ হিসেব নিয়োগ দিতে যাচ্ছে ডাচ এরিক টেন হ্যাগকে। সপ্তাহখানেক আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পেপ গার্দিওয়ালা রেড ডেভিলদের পরামর্শ দিয়েছিল আয়াক্সের কোচ এরিক টেন হ্যাগকে নিয়োগ দেওয়ার জন্য।
ওলে গানার সুলশারে বিদায়ের পরে মূলত ক্রিস্টিয়ানো রোনালদোদের বর্তমান কোচ রালফ রাংনিক অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গত বছরের ডিসেম্বরে ওল্ড ট্রাফোর্ডে পা রাখে। তার অধীনে ইংলিশ জায়ান্টরা যে খুব একটা ভালো করছে সেটা বলা যাচ্ছেনা। এদিকে স্থায়ী কোচের সন্ধ্যানে রোনালদোরা। ম্যানচেস্টারের বেশ কিছু সংবাদ মাধ্যম জানাচ্ছে, ম্যান ইউর নতুন ম্যানেজার হিসেবে এরিক টেন হ্যাগের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মুখে।
জার্মান অভিজ্ঞ কোচ রাংনিক ব্যর্থ হয়েছেন ক্লাবের সুদিন ফেরাতে। তার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ নেমে এসেছে সপ্তম স্থানে। ফলে রোনালদোদের পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলাও অনিশ্চিত হয়ে উঠেছে। হ্যাগের আগে অবশ্য লিওনেল মেসিদের কোচ মাওরিচিও পচেত্তিনোকেও ম্যান ইউর কোচ হিসেবে আনার গুঞ্জন ছিল।কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে হ্যাগই হচ্ছেন রোনালদোদের নতুন গুরু। শোনা যাচ্ছে, তিনি নিজেও ম্যান ইউর সঙ্গে কাজ করতে নাকি আগ্রহী।
