হোম ফিচার চার বছর ইন্টারনেট থেকে দূরে সেলেনা গোমেজ!

বিনোদন ডেস্ক :

এই দূরে থাকাটাই তার জীবন বদলে দিয়েছে! এ নিয়ে কোনো আফসোস নেই ‘ইনস্টাগ্রামের রানি’খ্যাত সেলেনার।

সেলেনা গোমেজ একজন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী। ‘বারনি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে সেলেনা ডিজনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেন। সেলেনার প্রথম অ্যালবাম বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করে।

ইন্টারনেট দুনিয়ায় তার অসংখ্য ফ্যান-ফলোয়ার রয়েছে। ২০১৬ সালেও তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নেট জগতে তার এত পদচারণা ও খ্যাতির জন্য তাকে ‘ইনস্টাগ্রামের রানি’ বলে আখ্যা দেওয়া হয়েছিল।

কিন্তু হঠাৎ করেই নেট দুনিয়ার জনপ্রিয় এই তারকা উধাও হয়ে যান। চার বছরেরও বেশি সময় ধরে দূরে ছিলেন ইন্টারনেট থেকে! জানা যায়, এই দূরে থাকাটাই তার জীবন বদলে দিয়েছে! এ নিয়ে কোনো আফসোস নেই ‘ক্যাপ্টিভ হার্ট’ গায়িকা সেলেনার।

সংবাদমাধ্যম গুড মর্নিং আমেরিকাকে সেলেনা বলেন, ‘এটা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন আমি মানুষের সঙ্গে আগের চেয়ে বেশি যোগাযোগ রাখি।’

সেলেনা আরও বলেন, ‘আমি জানি ইন্টারনেট কতটা শক্তিশালী এবং এটি বিশ্বের মানুষকে নানাভাবে উপকৃত করছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলব, মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমেই আমি সংবাদ পেতে ভালোবাসি। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ।’

এই মুহূর্তে সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৩০০ মিলিয়ন। বর্তমানে ‘ওয়ান্ডারমাইন্ড’ নামের একটি মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্মের প্রচারণার কাজ করছেন সেলেনা। তা ছাড়া সম্প্রতি বাইপোলার ডিসঅর্ডারসহ নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন সেলেনা গোমেজ।

সূত্র: সিএনএন

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন