আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার বিরুদ্ধে আবারো যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভের বিজয় নিশ্চিত বলে দাবি পেন্টাগনের। এরমধ্যেই, খারকিভে ইউক্রেনের তেলের ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। এ অবস্থায় দেরি না করে জরুরি ভিত্তিতে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সামরিক অভিযানের মুখে ইউক্রেনের একেকটা শহর যেন এখন মৃত্যুপুরী। চারদিকে ধ্বংসস্তূপের চিহ্ন। যুদ্ধবিধ্বস্ত মারিওপোলের বাসিন্দারা ধ্বংসযজ্ঞ নিয়েই অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। একই অবস্থা চেরনিহিভের। গুঁড়িয়ে দেওয়া ভবনে নিজেদের স্মৃতি হাতরে বেড়াচ্ছেন অঞ্চলটির মানুষ।
তবে সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বকে সবচেয়ে নাড়া দিয়েছে বুচায় বেসামরিক নাগরিকদের রাস্তায় পড়ে থাকা মরদেহের চিত্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অঞ্চলটিতে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করা যুক্তরাষ্ট্রের পিছু হটা নিয়ে সমালোচনা থাকলেও বাইডেন দাবি করেছেন ইউক্রেন যুদ্ধে প্রাথমিকভাবে রাশিয়ার পরাজয় হয়েছে।
বাইডেন বলেন, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পেন্টাগনের মুখপাত্র এদিন দাবি করেন, রুশ-ইউক্রেন যুদ্ধে কিয়েভের বিজয় নিশ্চিত।
জরুরি ভিত্তিতে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যথায় আরো অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।