খেলাধূলা ডেস্ক :
অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২২-২৩ সিজনের কেন্দ্রীয় চুক্তির ২০ জন পুরুষ ক্রিকেটারের লিস্টে জায়গা পেয়েছেন। এ ছাড়া ২০২১-২২ সিজনের চুক্তি আপগ্রেডের পর মিচেল মার্শ, স্কট বোল্যান্ড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্কাস স্টয়নিস ও মিচেল সোয়েপসনও আছেন নতুন চুক্তিতে।
ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় ২৭ বছর বয়সী ইংলিসের।
পুরোনো চুক্তিবদ্ধদের মধ্য থেকে নতুন চুক্তিতে বাদ পড়েছেন মার্কাস হ্যারিস, ময়েজেস হেনরিক্স, বেন ম্যাকডারমট, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, অ্যাস্টন টার্নার ও ম্যাথু ওয়েড। বাদ পড়াদের মধ্যে জেমস প্যাটিনসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং সাবেক টেস্ট অধিনায়ক অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নিয়েছেন।
অস্ট্রেলিয়ার পুরুষ দলের প্রধান নির্বাচক এ সম্পর্কে বলেন, ‘মিচ মার্শ, উসমান, ট্রাভিস, স্কট, মার্কাস এবং মিচ সোয়েপসনের পারফরম্যান্স আমাদের সাফল্যের জন্য কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং আমরা খুশি যে, আগামী বছরগুলোর জন্য আপগ্রেড করে চুক্তি নবায়ন করা হয়েছে।’
মাত্র ২০ জনের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ সিরিজ এবং আসন্ন টি-টোয়েন্টি ও এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রাখলে মাত্র ২০ জনকে চুক্তিবদ্ধ করাটা চ্যালেঞ্জের, তাদের প্রত্যেকের স্কিল ও দলের কম্বিনেশন নিয়ে আমাদের ভাবতে হয়েছে।’
যেসব খেলোয়াড়কে চুক্তির আওতায় আনা হয়নি তারাও সারা বছর ১২ আপগ্রেড পয়েন্ট অর্জন করে পদোন্নতি অর্জন করতে পারবে। খেলোয়াড়রা প্রতি টেস্ট ম্যাচের জন্য ৫ পয়েন্ট, এক দিনের ম্যাচের জন্য ২ পয়েন্ট ও প্রতি টি-টোয়েন্টির জন্য এক পয়েন্ট করে পাবে।
২০২২-২৩ সিজনের জন্য চুক্তিবদ্ধদের তালিকা :
অ্যাস্টন আগার, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট্রিক কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
