খেলাধূলা ডেস্ক :
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ৫৩ রান নিয়ে টেম্বা বাভুমা ও ২৭ রান নিয়ে কাইলে ভেরাইনে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকা শিবিরে শুরুতে আঘাত হানেন টাইগার পেসার খালেদ আহমেদ। তার পেস তোপে ফিরে যান স্বাগতিক দলের ওপেনার ও দলপতি ডিন এলগার। দলীয় ১১৩ রানে তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন খালেদ। আউট হওয়ার আগে এলগার ১০১ বলে করেন ৬৭ রান।
এরপর ঝলক দেখান টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম উইকেট পতনের পর স্কোর বোর্ডে ৪ রান যোগ হওয়ার পর মিরাজের বলে বিদায় নেন সারিল এরউই। সরাসরি বোল্ড হওয়ার আগে ১০২ বলে ৪১ রান করেন তিনি।
দুর্দান্ত এক থ্রোয়ে কিগান পিটারসেনকেও রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। টেম্বা বাভুমা নন স্ট্রাইকে থাকা অবস্থায় দৌড়ে রান নিতে চেয়েছিলেন প্রোটিয়া ব্যাটার। মিরাজের থ্রো করা বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। পিটারসেন করেন ১৯ রান। ব্যক্তিগত ২১ রানে রায়ান রিকেলটনকে মুমিনুলের ক্যাচ বানান এবাদত হোসেন। দিনের বাকিটা সময় আর কোনো উইকেট নিতে পারেনি টাইগার বোলাররা।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারিল এরউই, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, ডুয়ানে অলিভিয়ের, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, কাইল ভেরাইয়েনে, লিজাদ উইলিয়ামস ও শিমন হার্মার।