কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্তাবধানে সোনালী ব্যাংক লিমিটেড কলারোয়া শাখার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় পৌরসভা হলরুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
সাতক্ষীরা জেলা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) আমিনুর রহমান।
সোনালী ব্যাংক কলারোয়া শাখার অপারেশন ম্যানেজার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সোনালী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপপ্ত মাদ্রাসা সুপার মাও: আয়ুব হোসেন,অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের ডিজিএম আব্দুল ওহাব, প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ, সুবির কুমার দাশ, অফিসার শিব নাথ বাছাড়, সোনালী ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ ব্যাংকার, গ্রাহক,সূধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় প্রোজেক্টারের মাধ্যমে জালনোট চেনার বিভিন্ন উপায় প্রদর্শন করা হয়। বক্তারা, জালনোট প্রতারক চক্রদের চিহ্নিত করে আইনানুনাগ ব্যবস্থা গ্রহনে সকল সচেতন ব্যক্তিদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।