স্টাফ রিপোটার :
কুরআন মহফিলে এসে মসজিদ সংষ্কারের জন্য খলিষখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সাব্বীর হোসেন অনুদান ঘোষনা করলেন।বুধবার রাতে কাশিয়াডাঙ্গা একতা যুব সংঘের আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল প্রধান অতিথির বকৃতাকালে এ অনুদান ঘোষনা করেন।
এসময় তিনি বলেন, আপনার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। পাঁচটি বছর আমি সততার সহিত আমার ওপর অর্পিত দ্বায়িক্ত ও কর্তব্য যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব। খলিষখালীর মানুষ শান্তি প্রিয়, ধর্ম বর্ন নির্বিশেষে সকলে আমার এক হয়ে বসবাস করতে চাই। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, খলিষখালী ইউনিয়ন আ”লীগ যুগ্ম সম্পাদক সরদার শরিফুল ইসলাম।
মাহাফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা ইনামূল হাসান বীন নূর, দ্বিতীয় বক্তা ছিলেন, মাওলানা শামিম রেজা সিদ্দিকি। অনুষ্ঠানটির পরিচালনায় করেন কাশিয়াডাঙ্গা একতা যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান মনি। কুরআন মাহাফিলে, উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, আ”লীগ সভাপতি ওয়াজেদ মন্ডল, আ”লীগ নেতা, সুলতান সরদার, আজিজ সরদার, বাবলা সরদার, ফজলু রহমান, সুজিত হোড়, ছাত্রলীগ নেতা তারেক আজীজ সম্রাট প্রমূথ ।
