হোম জাতীয় ৭ দিন পরও শোকে বিহ্বল প্রীতির পরিবার

জাতীয় ডেস্ক :

রাজধানীর শাহজাহানপুরে গত ২৪ মার্চ খুন হন বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি। ঘটনার সাত দিন পার হলেও শোকে বিহ্বল প্রীতির পরিবার।

বুধবার (৩০ মার্চ) দুপুরে শাহজাহানপুরে প্রীতির পরিবারকে দেখতে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা প্রকাশ করেন।

গ্রেফতারের পর আদালতের নির্দেশে সাত দিনের রিমান্ডে আছেন আওয়ামী লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যা মামলার আসামি শুটার মাসুম। এরই মধ্যে তিন দিনের রিমান্ড শেষ হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই খুনি। তাকে কে ভাড়া করল? খুনে ব্যবহৃত অস্ত্রটি কোথায়, ওইদিন মোটরসাইকেলে তার সঙ্গে আর কেউ ছিল কি না–এসব প্রশ্নের জট খুলতে শুরু করেছে।

মোল্লা শামীম ওরফে মোল্লা নামে এক যুবক ছিলেন ওই মোটরসাইকেলের চালক। তাকেই এখন খুঁজছে পুলিশ। এ ছাড়া হত্যার সঙ্গে মুছা নামে মিরপুরের এক কিলারের সম্পৃক্ততা রয়েছে বলেও তথ্য মিলেছে শুটার মাসুমকে জিজ্ঞাসাবাদে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পেরিয়ে গেছে সাত দিন। শোক কাটেনি সামিয়া আফরান জামাল প্রীতির পরিবারে। জানান, আলাদা করে কোনো মামলা করা হবে না।

দুপুরে প্রীতির পরিবারের খোঁজ নিতে শাহজাহানপুরের পশ্চিম শান্তিবাগ এলাকায় যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। পরে হাছান মাহমুদ বলেন, ‘পরিবারের পাশে থাকবে আমাদের দল, সরকার। ইতোমধ্যে মূল আসামি গ্রেফতার হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।’

এরপর তথ্য ও সম্প্রচারমন্ত্রী যান জাহিদুল ইসলাম টিপুর বাড়িতে। কথা বলেন তার স্ত্রীর সঙ্গে।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে গুলিতে খুন হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরান জামাল। ঘটনার তিন দিনের মাথায় বগুড়া থেকে শুটার মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন