হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে জমিনিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-২

শ্যামনগরে জমিনিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-২

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

শ্যামনগর প্রতিনিধি :

শ্যামনগরের খানপুর (ইছাকুড়)পল্লীতে জমি বিরোধ কে কেন্দ্র করে ২ জন মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হল- ইছাকুড় গ্রামের বারী ঢালীর পুত্র লুৎফার ঢালী (৩৫) ও জনৈক ঝরণা খাতুন (৩৩)।

লুৎফার ঢালী থানায় লিখিত অভিযোগে জানান যে, ১৫ মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার পৈত্রিক বসত ভিটার পুকুরে মাছ ধরাকালীন সময়ে প্রতিপক্ষদের দ্বারা তিনিসহ ঝরণা খাতুন মারাত্মক রক্তাত নীলা ফোলা যখম হন।

প্রতিপক্ষরা হল-একই গ্রামের করিম বক্স, রবিউল গাজী, রফিকুল গাজী, শফিকুল গাজী।তাদের সহিত ইছাকুড় ১৯ শতক জমি যার মৌজার জেএলনং ৯,দাগনং ৪ দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।তারই সূত্র ধরে পরিকল্পিতভাবে তাদেরকে মারপিট করে বিভিন্ন ধরণের অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শকরার অভিযোগ পাওয়া যায়।এ ব্যাপারে যথাযথ কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন