হোম খেলাধুলা স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি গচ্চা রোহিতের

খেলাধূলা ডেস্ক :

আইপিএলে মৌসুমের শুরুটা ভালো হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। জয়ের পথে থাকা ম্যাচ এদিন হাত ফস্কে বেরিয়ে গেছে মুম্বাইয়ের। অবশ্য মৌসুমের প্রথম ম্যাচে হারা তাদের জন্য নতুন নয়। এর আগের ১৪ আসরের ১০টিতেই হার দিয়ে শুরু করেছিল তারা। এমনকি যে পাঁচবার শিরোপা জিতেছে দলটি, প্রতিবার শুরুটা হয়েছিল হার দিয়েই। তবে হারের সঙ্গে এদিন যুক্ত হয়েছে স্লো রান রেটের জন্য বিশাল জরিমানার অংক।

রোববার ব্রাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সে ম্যাচে আক্সার প্যাটেল ও ললিত যাদবের ব্যাটিং নৈপুণ্যে ৪ উইকেটে জয় পায় দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচ শেষে আরও একটা দুঃসংবাদ পায় দিল্লি। ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে।

আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, স্লো ওভার রেটের কারণে ২৭ মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত টাটা আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচে মুম্বাইকে শাস্তি দেওয়া হয়েছে।

তবে এই ভুল প্রথমবারের মতো করায় এ দফায় ১২ লাখ রুপিতেই পার পাচ্ছেন রহিত। পরবর্তীতে একই ভুল আবার করলে জরিমানার হার ক্রমানুসারে বাড়বে।

আইপিএলে ওভার রেট সংক্রান্ত কড়াকড়ি আরোপ করা হয় মূলত গত মৌসুম থেকে। নিয়মানুযায়ী প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১ ওভার শেষ করতে হয় ফিল্ডিং দলকে।

এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে আইপিএলের এবারের আসরের সবচেয়ে দামি খেলোয়াড় ইশান কিশানের ব্যাটিং তাণ্ডবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৭৭ রানের বড় সংগ্রহ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে ৪৮ বলে ১১ চার ও ২ ছয়ের মারে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইশান। এটি তার আইপিএল ক্যারিয়ারের ১১তম ফিফটি। তবে এই টার্গেট ১০ বল হাতে রেখেই টপকে গেছে দিল্লি। যদিও উইকেট খোয়াতে হয়েছে ছয়টি।

১০৪ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতনের পরও শেষ ৪০ বলে ৭৪ রান দরকার ছিল দিল্লির। তবে এমন সমীকরণও মাত্র ৩০ বলেই পেরিয়ে গেছে দিল্লি। শেষ পর্যন্ত ললিত ৩৮ বলে ৪৮ এবং অক্ষর ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন