হোম অন্যান্যসারাদেশ কটিয়াদীতে প্রাক্তন শিক্ষার্থীদের ‘প্রত্যাবর্তন’

কিশোরগঞ্জ প্রতিনিধি :

‘প্রত্যাবর্তনের রঙে রাঙি, ব্যবধানের পাহাড় ভাঙি’ এ স্লোগানে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের আয়োজনে ‘প্রত্যাবর্তন: দ্বিতীয় বর্ষ -২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকসহ জেলার বিভিন্ন উপজেলার জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে এ ‘প্রত্যাবর্তন: দ্বিতীয় বর্ষ -২০২২’ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রত্যাবর্তনের সৃজনশীল উপদেষ্টা ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমান।

সংগঠনের পর্যবেক্ষক সংসদের সদস্য বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রত্যাবর্তনের সৃজনশীল উপদেষ্টা শামসুজ্জামান সেলিম, সাংবাদিক সরোয়ার হোসেন শাহীন, গুরুদেব এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যাবর্তনের সৃজনশীল উপদেষ্টা নন্দন কুমার সাহা, নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যাবর্তনের সৃজনশীল উপদেষ্টা নজরুল ইসলাম, কেয়ার জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যাবর্তনের সৃজনশীল উপদেষ্টা মুশফিকুর রহমান ওবায়দুর, প্রত্যাবর্তনের কোষাধ্যক্ষ সাকিবুল হাসান সোহাগ, প্রত্যাবর্তনের সহযোগী পরিচালক সালেহ মারুয়া, সংগঠনের কার্যকরী সমন্বয়ক ও প্রত্যাবর্তনের সহযোগী পরিচালক ফুয়াদ হাসান প্রমূখ। রাতে এক জমকালো সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে ‘প্রত্যাবর্তন: দ্বিতীয় বর্ষ -২০২২’ শেষ হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন