কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় বসন্তপুর যুবসংঘের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিনব্যাপি জয়নগর ইউনিয়নের বসন্তপুর মাঠে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রথম নারী জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়ার কৃতি সন্তান সার্জেন ডাক্তার মেহের উল্লাহ, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সূধিবৃন্দ ও যুব সংঘের কর্মকর্তা সহ সদস্যবৃন্দ। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি হয়।
