হোম আন্তর্জাতিক এবার রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলল জাপান

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের বিতর্কিত জলসীমায় রাশিয়া সামরিক মহড়া চালাচ্ছে বলে অভিযোগ করেছে টোকিওর বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, মহড়ার বিষয়টি নিশ্চিত করে রুশ সেনাবাহিনী জানিয়েছে, বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে মহড়া চালানো হয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে বিশ্বের বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে মস্কোর ওপর। একই পথে হেঁটেছে জাপানও। রুশ নাগরিকদের সম্পদ বাজেয়াপ্তসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর আমদানি-রফতানি নিষেধাজ্ঞা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার টোকিওর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো।

স্থানীয় সময় শনিবার জাপানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দেশটির বিতর্কিত জলসীমায় সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া।

মহড়ার বিষয়টি নিশ্চিত করে রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জে সামরিক মহড়া চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে রাশিয়ার ৩ হাজারের বেশি সেনাসদস্য ও শতাধিক সামরিক যান। তবে দ্বীপপুঞ্জটির কোন্ অংশে মহড়া চালানো হয়েছে সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এদিকে মহড়ার বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‌ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে ৭০ বছর ধরে বিরোধ চলছে রাশিয়া ও জাপানের মধ্যে। এ বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের চুক্তিতে এখনও সই করেনি দেশ দুটি।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত পোস্ট

মতামত দিন