হোম আন্তর্জাতিক দুই বছর পর আকাশপথ খুলে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

আজ রোববার (২৭ মার্চ) থেকে ভারত আবার আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। ৬৬টি এয়ারলাইনস আজ থেকে ৩ হাজার ২৪৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। ৪০টি দেশের ৬টি ভারতীয় এবং ৬০টি বিদেশি এয়ারলাইনস গ্রীষ্মকালীন সময়সূচির অধীন রোববার থেকে নিয়মিত চলাচল করবে।

দুই বছরের মহামারি কাটিয়ে আজ থেকে ভারত আবার তার আকাশ খুলেছে। ২০২০ সালের ২৩ মার্চ দেশটির কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ মহামারির কারণে বিমান চলাচল স্থগিত করেছিল। এখন থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ভারতের বিমান সংস্থা ইন্ডিয়াগো সমস্ত এয়ারলাইনের মধ্যে স্বতন্ত্র ভিত্তিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। তারা সাপ্তাহিক ৫০৫টি ফ্লাইট পরিচালনা করে। এর পরেই যথাক্রমে আছে এয়ার ইন্ডিয়া সাপ্তাহিক ৩৬১টি, এআই এক্সপ্রেস ৩৪০টি এবং এমিরেটস ১৭০টি ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া টাটা গ্রুপ এয়ারলাইনসের ৩টি বিমান ৭৫৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে। মহামারির কারণে চীনের আন্তর্জাতিক ফ্লাইট এখনো চালু হয়নি।

সম্প্রতি দুবাইয়ের সদর দফতরে আন্তর্জাতিক ক্যারিয়ার এমিরেটস, পহেলা এপ্রিল থেকে ভারতজুড়ে তার সমস্ত গন্তব্যে পূর্ণ ক্ষমতায় ফ্লাইট পরিচালনার ঘোষণা করেছে। এমিরেটস, বিশ্বের বৃহত্তম এয়ারলাইনগুলোর একটি এবং সংযুক্ত আরব আমিরাতের দুটি পতাকাবাহী সংস্থার একটি। ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরুসহ ৯টি শহরে তারা সাপ্তাহিক ১৭০টি ফ্লাইট পরিচালনা করবে।

ভারতীয় এয়ারলাইনগুলো এই গ্রীষ্মের জন্য তাদের আন্তর্জাতিক সময়সূচি অনুমোদনের জন্য আবেদন করেছিল। এই সময়সূচি রোববার (২৭ মার্চ) থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। সপ্তাহে ৬টি ভারতীয় বিমান মোট ১ হাজার ৪৬৬টি প্রস্থানের অনুমোদন পেয়েছে। যারা ২৭টি দেশের ৪৩টি গন্তব্যে নিয়মিত চলাচল করবে। যার মধ্যে ভারতীয়দের সবচেয়ে বড় গন্তব্য সিঙ্গাপুরসহ থাইল্যান্ড, কাতার, মালদ্বীপ, সৌদি আরব, নেপাল, বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইল, জাপান, হংকং ও রাশিয়া রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন