হোম জাতীয় মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে: নানক

জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই তাদের নির্বাচন ভালো লাগে না, নির্বাচন কমিশন ভালো লাগে না। পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা বা এখতিয়ার আমাদের নেই। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপিও নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।’

বুধবার (২৩ মার্চ) দুপুরে জামালপুরের আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন- আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ নাকি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আওয়ামী লীগও মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেনি। শুধু মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। এটি বিএনপিকে বুঝতে হবে।’

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।

সাত বছর পর অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্রলীগের এ সম্মেলনে খাবীরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন