হোম ফিচার বারবার ঘোষণা দিয়েও রিমেক হয়নি ‘মিস্টার ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক :

সময়ের হিসাবে কিছু সিনেমা পুরোনো হলেও দর্শক হৃদয়ে জায়গা করে নেয় আজীবনের জন্য। তেমনই একটি সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’। দর্শকের চাওয়া এমন সিনেমা বারবার তৈরি হোক। বারবার ফিরে আসুক পর্দায় নতুন রূপে, নতুন কোনো স্ক্রিপ্টের আদলে।

১৯৮৭ সালের সাই-ফাই অ্যাকশন মুভি ‘মিস্টার ইন্ডিয়া’। সিনেমাটির পরিচালক ছিলেন শেখর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হিট সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র অধিকার যদি আমার কাছে থাকত, তাহলে আমি এতক্ষণে একটা সিক্যুয়েল তৈরি করতাম।’ সিনেমাটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর, শ্রীদেবী, অমরেশ পুরি, বনি কাপুর ও সুরিন্দর কাপুর।

যদিও ‘মিস্টার ইন্ডিয়া ২’ শিরোনামের একটি সিক্যুয়েল তৈরি হচ্ছে–২০১১ সালে এমনটাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সে ঘোষণার কোনো আপডেট পাওয়া যায়নি। ১৯৮৭ সালের ২৫ মে মুক্তির পর বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করে সিনেমাটি। ভারতে সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা মুভি হয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’। মাত্র ৩৮ মিলিয়নের বাজেটে ১০০ মিলিয়ন রুপি আয় করেছিল সিনেমাটি।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমাটির সিক্যুয়েল করা উচিত। কেননা, তারা যেখানেই যান, সেখানেই সিনেমাটির সিক্যুয়েল কবে হচ্ছে–এমন প্রশ্ন করেন ভক্তরা। ইনস্টাগ্রামে কিছুদিন আগে জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র স্মৃতিচারণা করেন বনি কাপুর।

হিন্দিতে সিনেমাটি রিমেক না হলেও তামিল এবং কন্নড় ভাষায় এর রিমেক হয়েছে। তামিল ভাষার সিনেমাটির নাম ‘এন রাথাথিন রাথামে’। কন্নড় ভাষার সিনেমাটির নাম ‘জয় কর্নাটক’।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন