আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির বৈকরঝুটি এক ভুমিহীন পরিবারের নামে ডিসিআরকৃত ১নং খাস খতিয়ানে সরকারী ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন এর বৈকরঝুটি গ্রামে।
থানায় লিখিত এজাহার সুত্রে ও এলাকা ঘুরে তথ্য অনুসন্ধানে জানাগেছে জে,এল নং-২০, খতিয়ান নং-০১, দাগ নং-আর,এস ২১৬, জমি-২১ শতক সরকারের রাজস্ব দিয়ে ভূমিহীন পরিবারের সন্তান বৈকরঝুটি গ্রামের দুলাল সরদার এর পুত্র মহাদেব সরকার ডিসিআর নিয়ে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ন ভোগ দখল করে আসছে। কিন্তু লাভ ও লোভের বশবর্তী হয়ে হঠাৎ একই গ্রামের ভ‚মিদস্যু এলাকার ত্রাস মৃত কৃষ্ণপদ সরকার এর পুত্র পরিতোষ সরকার উক্ত জমি জবর দখলের পায়তারা ও পরিকল্পনা করে আসছিল।
পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পরিতোষ নিজে নেতৃত্ব দিয়ে তার দলীয় মৃত কোমল সরকার এর পুত্র প্রসাদ সরকার মৃত হযরত আলী সরদার এর পুত্র খায়ের সরদার বিষ্টুপদ সরকার এর পুত্র কান্তি সরকার কালিপদ সরকার এর পুত্র মঙ্গল সরকার কে নিয়ে উক্ত জমি জবর দখল করে ঘর নির্মান করতে থাকলে ভূমিহীন পবিারের সন্তান মহাদেব সরকার তার স্ত্রী সহ তার লোকজন বাধা দিতে গেলে খুন জখম করার হুমকি দিয়ে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর আক্রোমন করার জন্য তাদের দিকে ছুটে আসতে থাকলে অস্বহায় ভুমিহীন পবিারর এর সদস্যরা জীবন রক্ষায় জমি ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে কোন রকম পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয়।
কিছু সময় পরে গ্রামের লোকজনের সহযোগীতায় ভুমিহীন পরিবারের সন্তান মহাদেব সরকার বাদী হয়ে গত ১৩/০৩/২০২২ তারিখে আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করে। অভিযোগ পেয়ে এস,আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখা সহ প্রতিপক্ষকে এ জমিতে আর কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। দুপক্ষের জমির কি কাগজ আছে তা নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলে আসলে ডিসিআর এর মালিক শোভনালী ইউনিয়ন ভুমিহীন সমিতির সদস্য মহাদেব সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা থানায় হাজির হলেও ঐ সম্পত্তি জবর দখলকারীরা থানায় হাজির হননি। হাজির না হওয়ায় পুলিশ পরবর্তীতে তাদের কাছে ফোন দিলে তারা বলে আমাদের একটু সময় দেন স্থানীয় ভাবে মিমাংসা করে নিব বলে পুলিশকে জানায়। এ ভাবে তারা সময়ের কালক্ষেপন করতে থাকে।
একপর্যায়ে আবারও পুলিশের নির্দেশ অমান্য করে উক্ত জমিতে ঘরবাড়ী নির্মানের কাজ করতে থাকলে ভুমিহীন পরিবারটি পরবর্তী গত ১৬/০৩/২০২২ তারিখে আবারও লিখিত ভাবে থানায় আর একটি এজাহার দায়ের করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে সরকারী সম্পত্তি জবর দখলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ চলে আসার পর ভুমিহীন পরিবারটিকে থানার অভিযোগ তুলে নিতে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। এরপর এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) বরাবর পর পর আরও দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরকারী সম্পত্তি উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দ্দেশে শোভনালী ইউনিয়ন এর তহশীলদার বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এব্যাপারে থানার ওসি মমিনুল ইসলাম পিপিএম এর কাছে জিজ্ঞাসা করলে তিনি এ প্রতিবেদকে বলেন তহশীলদার বাদী হয়ে সরকারী সম্পত্তি জবর দখল হয়েছে উল্লেখ করে কিছু লোকজনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দিয়েছেন। সরকারী সম্পত্তি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। যারা এ সম্পত্তি জবর দখল করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক সরকারী সম্পত্তি উদ্ধার করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানাগেছে। তবে ভূমিহীন পরিবারটি তাদের জমি জবর দখলকারী ভুমিদস্যুদের ভয়ে বাড়ী ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
এব্যাপারে দ্রুত ভূমিদস্যুদের গ্রেফতার পূর্বক ভুমিহীন পরিবারের জমি উদ্ধার সহ আইনগত ব্যবস্থা গ্রহনে শোভনালী ইউনিয়ন ও আশাশুনি উপজেলা ভ‚মিহীন সমিতির সভাপতি সাংবাদিক এম,এম সাহেব আলী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি নজু সাধারন সম্পাদক মুনছুর সহ সমিতির সকল নেতৃবৃন্দ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।