ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আধাকেজি গাজাসহ মো. আমিরুল মোড়ল (৩৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়োন্দা শাখার একটি দল।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়োন্দা শাখার একটি দল বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে আমিরুল মোড়লকে আটক করে। এসময় তার নিকট থেকে আধাকেজি গাজার উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার মূল্য ২০হাজার টাকা। আটককৃত আমিরুল মোড়ল সাতবাড়িয়া গ্রামের মো. অলিউল মোড়লের ছেলে।
এ ব্যাপারে এদিন রাতে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়োন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোছাদ্দেক হোসেন বাদী হয়ে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। যার নং-০৯, তারিখ-২২/০৩/২০২২ইং।