মোংলা প্রতিনিধি :
মোংলা পোর্ট পৌরসভার কার্যালয়ে সচীব অমল কৃষ্ণ সাহার সভাপতিত্বে পৌরসভার বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় রূপান্তর বাস্তবায়িত ” করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন মোংলা পোর্ট পৌরসভার মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মিরু। সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সুবহা।
সভায় সম্মানীত অতিথি হিসেবে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিসহ অন্যান্যের মধ্যে প্রজেক্ট অফিসার মাসুদ রানা ও ফিল্ড অফিসার সুনিতি রায় উপস্থিত ছিলেন। সভায় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।