হোম জাতীয় বইমেলার বর্জ্য থেকে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

জাতীয় ডেস্ক :

বইমেলার ফেলে রাখা বর্জ্য থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

রোববার (২০ মার্চ) রাতে ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সঞ্জয় খান সময় নিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বইমেলার ফেলে রাখা বর্জ্য পোড়ানোর জন্য প্রথমে আগুন ধরানো হলে পরে সেটি বড় আকার ধারণ করে। সেখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনের পাশে একটি মন্দির থাকায় সেখানে আগুন লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হলে আমাদের কাছে খবর দেওয়া হয়।

সঞ্জয় খান আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে আমাদের একটি ইউনিট পাঠানো হয়। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মোট ৩টি ইউনিটের চেষ্টায় ৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমাদের টিম।

পাশে থাকা বইমেলার একটি স্টলের কর্মী ফারুক হোসেন বলেন, এখানে বিভিন্ন স্টলের বিদ্যুৎ লাইনের তার ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখান থেকে তারগুলো কেটে বিচ্ছিন্ন করে ফেলি।

আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন